আর খাবইনা ঔষধ
করবইনা চিকিৎসা,
নষ্ট না হোক সম্পদ
আল্লাহপাকে ভরসা!
সন্তানেরা সুখে থাক
মাথায় যতো ভাবনা,
দু:খগুলো দূরে যাক
কষ্ট সইতে পারবনা।
যিনি দিয়েছেন রোগ
তিনিই করুক না সুস্থ,
আমৃত্যু করবই ভোগ
হই না আরও অসুস্থ।
পৃথিবীতে ভালো থাক
প্রজন্মের পর প্রজন্ম,
শান্তিতে সব ভরে যাক
সুখময় হোক আজন্ম।
০৩ফেব্রুয়ারি২৫সোমবার১১টা২১পিএম৩০৪১কবিকুঞ্জ