বাঁধা তোমায় দেবেনা কেউ
মন চাইলে জড়িয়ে ধরবে,
সুধারই সাগরে ওঠাবে ঢেউ  
মধুর মিলনে পরাণ ভরবে!

ভেবোনা আমায় ঘরের বউ
যখন তখন আদর করবে,
ফুরিয়ে গেলে যৌবনের মউ
পাছায় কটা লাথি পড়বে!

০৪ফেব্রুয়ারী২৫মঙ্গলবার৫টা৪০পিএম৩০৪৩ককবিকুঞ্জ