এটা নাই ওটা নাই
চাল নাই ডাল নাই
মাছ নাই গোস্ত নাই
লবন নাই তেল নাই
শাড়ি নাই লুঙ্গিও নাই
কাপড় নাই চোপর নাই
শিক্ষা নাই চিকিৎসা নাই
নাই নাই খাবারটা একটু নাই
এটা চাই ওটা চাই
ঘর চাই বাড়ি চাই
সার চাই বীজ চাই
বিচার চাই বুদ্ধি চাই
ভাতা চাই ভর্তুকি চাই
সোলার চাই বিদ্যুৎ চাই
টিন চাই টিউবওয়েল চাই
চাই চাই চাকরিটা একদম চাই
ছোট স্যার বড় স্যার,
সহেন যত অত্যাচার
চাহিদা আমজনতার,
অপব্যবহার ক্ষমতার।
সুবিধাবাদী ও চামচা,
সবাকার রোজনামচা