ষাঁড়টাকে পাচ্ছেনা খুঁজে,
কই যে থাকে চোখ বুজে।
মাথায় খাড়া ইয়াবড় শিং,
গলায় ঝোলানো মস্ত রিং!
গতর ভরা সব রক্ত পুঁজে,
সদা থাকে মুখখানা গুুঁজে।
ঝুলতে থাকে মস্তবড় কান,
ফাটাকন্ঠে গায় বেসুর গান।
কাটাচিহ্ন ওর পিঠে কুঁজে,
জবা ফুলটি পুচ্ছ ও পুঞ্জে!
সেজে মহান বনেছে স্যার,
কর্মফলে আজ সে অসার!
যদি কেহ ষাঁড়টাকেই পাও,
দ্রুত মালিককে খবর দাও।