রাজনীতি মুক্তিতে,
রাজনীতি যুক্তিতে।
রাজনীতি শক্তিতে,
রাজনীতি ভক্তিতে।
রাজনীতি সংগীতে,
রাজনীতি ভঙ্গিতে।
রাজনীতি নারীতে,
রাজনীতি শাড়িতে।
রাজনীতি কবিত্বে,
রাজনীতি সাহিত্যে।
রাজনীতি আইনে,
রাজনীতি ফাইনে।
রাজনীতি শাসনে,
রাজনীতি আসনে।
রাজনীতি জীবনে,
রাজনীতি যৌবনে।
রাজনীতি মরণে,
রাজনীতি স্মরণে।
রাজনীতি অফিসে,
রাজনীতি ফিসফিসে।
রাজনীতি মন্দিরে,
রাজনীতি ফন্দি রে।
রাজনীতি মসজিদে,
রাজনীতি মস্ত জিদে।
রাজনীতি বিদ্যালয়ে,
রাজনীতি বিশ্ব লয়ে।
রাজনীতি ধর্মে,
রাজনীতি কর্মে।
রাজনীতি বর্মে,
রাজনীতি ঘর্মে।
রাজনীতি চর্মে,
রাজনীতি মর্মে।
অসহায় সব নীতি
রন্ধ্রে স্বজনপ্রীতি,
চারদিকে ভয়ভীতি
কষ্টময় সুখস্মৃতি!
আসাপারি
০৫ফেব্রুয়ারী২৫বুধবার
১২টা১২পিএম৩০৪৮কবিকুঞ্জ