নৌকা বাধা রয় ঘাটে,
সূর্য নামে সদাই পাটে।
ঘরে ফিরে গরুর পাল,
পিছুতে ছোটে রাখাল।
নদীর চরে সারাবেলা,
প্রকৃতিও করে খেলা।