সুদ নিয়ে করি উপকার,
করিনা কারো অপকার!

ঘুষ আদায় রোজকার,
স্বার্থে দিলে দোষ কার?

ইজ্জত লুটেও দ্বীনদার,
নারীলোভী ঈমানদার!

এমনতর পরহেজগার,
হারাম করি রোজগার!

আসাপারি১৮ডিসেম্বর২৪বুধবার১২টা৪১এএম৩০০৬কবিকুঞ্জ