কৃষক শ্রমিক মজুর কুলি
সবটাই আমার পেশা,
রোদে পোড়াই মাথার খুলি
ঘাম ঝরানোই নেশা।

চিটার বাটপার বদমাশ নই
নেই তো কোন ঘাপলা,
সৌহার্দ্য সম্প্রীতির বন্ধু হই
ফোটাই সুখের শাপলা।

পেটের দায়ে সবটাই করি
নইকো আমি আমলা,
রাস্তা ও ঘাটে সমাজ গড়ি
আমি যে বিশ্ব কামলা।

১১আগস্ট২৪রবিবার০২টা১৯পিএম২৮৬০কবিকুঞ্জ