আল্লাহ ছাড়া নাইরে কেহ
আপন কেহ নাই,
আল্লাহ আমার পরম বন্ধু
আল্লাহ মালিক সাঁই।।
স্বামী স্ত্রী আর পরিবার পরিজন,
আপদকালে হয়নারে আপন।।
সবাই দেখে স্বর্গের স্বপন
আপদকালে কাছে নাই।
আল্লাহ আমার পরম বন্ধু
আল্লাহ মালিক সাঁই।।
বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজন,
বিপদকালে হয়নারে সুজন।।
সবাই শুধু স্বার্থের সজ্জন
বিপদকালে পাশে নাই।
আল্লাহ আমার পরম বন্ধু
আল্লাহ মালিক সাঁই।।
কবি কুঞ্জ,পারুলিয়া
১২ফেব্রুয়ারি২৫বুধবার
০৫টা৫৫এএম৩০৫৩আসাপারি