কানপেতে শুনি কান্নার ধ্বনি
মরা মানুষের চিৎকার,
রক্ষা কর হে মালিক সাঁই
বন্ধ কর হাহাকার।।

অসহায়দের আর্তনাদ ভারি,
যাচ্ছে ভেসে শিশু নারী।।
বানভাসিদের পাশে দাঁড়াই
করি তাদের উদ্ধার।
কানপেতে শুনি কান্নার ধ্বনি
মরা মানুষের চিৎকার,
রক্ষা কর হে মালিক সাঁই
বন্ধ কর হাহাকার।।


আশ্রয়হীনে আশ্রয় জরুরি,
যাচ্ছে ভেসে ঘর বাড়ি।।
বন্যার্তদের পাশে দাঁড়াই
করি তাদের উপকার।
কানপেতে শুনি কান্নার ধ্বনি
মরা মানুষের চিৎকার,
রক্ষা কর হে মালিক সাঁই
বন্ধ কর হাহাকার।।

২৪আগস্ট২৪শনিবার
০৩টা৫৭পিএম২৮..
বড়খাতা