তোর জন্যই মৃত্যুকে
বেছে নিলাম,
বিনিময়ে তুই স্বপ্নকে
করলি নিলাম!

আফসোসটুকুর শক্তি
হয়ে ছিলাম,
দুঃসময়েই তোর মুক্তি
দিয়ে দিলাম!

০৯আগস্ট২৪শুক্রবার০২টা৫২পিএম২৮৫৮কবিকুঞ্জ