ছিলাম সদা বড্ড সরল
অন্তরেতেই অন্ধবিশ্বাস,
করেছি পান সেই গরল!
উঠেছে তাই নাভিশ্বাস।

২২মার্চ২৫শনিবার০২টা৪৫পিএম৩০৭৬কবিকুঞ্জ