নাড়িয়া রে নাড়িয়া মনটা নিছিস কাড়িয়া,
কেমন করি থাকংরে মুই তোকে ছাড়িয়া।।

হামা দুইজন ছিনো বুঝি ছোট্টবেলার সাথি,
একসাথে খেলছি খেলা খেলছি চড়ুইভাতি।।
মনোত পড়ে সেইল্লা স্মৃতি নয়া করিয়া।

হামা দুইজন ছিনো বোধায় স্বামী আর স্ত্রী,
একসাথে করছি সংসার করছি দিবারাত্রি।।
মনোত পড়ে ঢেইল্লা প্রীতি বেশী করিয়া।

০৩সেপ্টেম্বর২৪মঙ্গলবার১১টা২৪এএম২৮৮১
কবিকুঞ্জ,পারুলিয়া,হাতীবান্ধা,লালমনিরহাট