এই জীবনের নাই ভরসা
নাই রে কোন দাম,
তবুও করি রংতামাশা  
নানা কিসিমের কাম।।

অসুখ হলে কাজে লাগেনা
কোন টাকাকড়ি,
কোন নায়ক নায়িকা
কিংবা স্বপ্নের পরি।।
তবুও করি ভিন্নআশা
কত প্রকারের কুকাম।

অসুখ হলে ভালো লাগেনা
কোন সোনাদানা,
কোন মানিক মুক্তা
কিংবা হিরের গয়না।।
তবুও করি বাজেনেশা
যত প্রকারের অকাম।

১৫সেপ্টেম্বর২৫রবিবার০৩টা৪৯পিএম২৮৯০চৌধুরীবাড়ী