মুনাফিক আর মুশরিকে ভরে গেছে বিশ্বের মুসলমান,
নিজেরাই বোঝেনা নিজেদের আত্মসম্মান।।
করছে দেখ কাড়াকাড়ি অযথাই মারামারি,
ওয়াজ আর তোয়াজে অতিরিক্ত বাড়াবাড়ি।।
ওআইসি করে তাগুতের তাবেদারি
রাফায় মনুষ্যত্বের রক্তস্নান।
মুনাফিক আর মুশরিকে ভরে গেছে বিশ্বের মুসলমান,
নিজেরাই বোঝেনা নিজেদের আত্মসম্মান।।
করছে দেখ হানাহানি অহেতুক কানাকানি,
ফতোয়া আর দোয়াতে কান্নাসিক্ত মানহানি।।
জাতিসংঘ শোনায় শান্তির শুন্যবাণী
গাজায় মানবতার গোরস্থান।
মুনাফিক আর মুশরিকে ভরে গেছে বিশ্বের মুসলমান,
নিজেরাই বোঝেনা নিজেদের আত্মসম্মান।।
০৭এপ্রিল২৫সোমবার১১টা১১এএম৩০৯১চৌঃবাড়ী,রংপুর।