কখন যে কার ডাক পড়ে কখন চলে যায়,
কেউ চিতায় কেউ কবরে বোঝা বড় দায়।।

ক্ষণিকের তরে এই মানব জীবন,
অসুস্থ হলেই অস্থির হয় ভূবন।।
অন্তিমশয়ানে পোড়া এ মন
সুবিধাবাদীরা দূরে সরে যায়।
কখন যে কার ডাক পড়ে কখন চলে যায়,
কেউ চিতায় কেউ কবরে বোঝা বড় দায়।।


ক্ষণিকের তরে এই মানব যৌবন,
বৃদ্ধ হলেই বিষাক্ত হয় ভুবন।।
পরমপ্রয়াণে ভাঙ্গা এই মন
সুবিধাভোগীরা দূরে চলে যায়।
কখন যে কার ডাক পড়ে কখন চলে যায়,
কেউ চিতায় কেউ কবরে বোঝা বড় দায়।।

১৯আগস্ট২৪সোমবার
১১টা০২এএম২৮৭১
কবিকুঞ্জ