পাপ করিলে সংগোপনে
আল্লাহপাকই সবে জানে
সময়মতো দেন শাস্তি,
করোনা করোনা তাই
দমাদম মাস্তি।।

দুইদিনের এই দুনিয়ায়
রঙ তামাশা আর নয়,
আল্লাহপাককে করো ভয়।।
করোনা নিজেরই নাস্তি।

দুর্দিনের এই দুনিয়ায়
দুনিয়াদারি আর নয়,
আল্লাহপাককে কর জয়।।
করোনা দুনিয়ার দোস্তি!

আসাপারি২০ডিসেম্বর২৪শুক্রবার৪টা০২পিএম৩০১০কবিকুঞ্জ