মরার আগে মইরা গেলে
মরার কষ্ট থাকেনা,
মইরা গেলে সইরা গেলে
কেউতো মনে রাখেনা।।
হইয়া তুমি রাজা বাদশা,
হরণ কর অন্যের ভাষা।।
উল্টে যখন যায়রে পাশা
কেউতো কাছে ডাকেনা।
পাইয়া তুমি ভালোবাসা,
হরণ কর অন্যের আশা।।
উল্টে যখন যায় ভরসা
কেউতো স্বপ্ন আঁকেনা।
কবিকুঞ্জ,পারুলিয়া
০৮ফেব্রুয়ারি২৫শনিবার
০৫টা২৯পিএম৩০৪৯আসাপারি