বৈষম্য দূর করতে যারা জীবন দিয়েছেন
হয়েছেন বীর শহীদ,
প্রিয় বাংলাদেশ তারাই গড়েছেন
তারাই মানচিত্রের ভিত।।

তাদের জন্যই পেয়েছি ভাষা
পেয়েছি বাকস্বাধীনতা,
তাদের ত্যাগেই মিটেছে আশা
দমেছে অধীনতা।।
তাদের তরে ভীষণ ভালোবাসা
গাই সুখের সংগীত!

তাদের জন্যই পেয়েছি দেশ
পেয়েছি পরম স্বাধীনতা,
তাদের কারণেই আছিতো বেশ
ঘুচেছে পরাধীনতা।।
তাদের তরে শ্রদ্ধার নেই শেষ
গাই বিজয়ের গীত!

আসাপারি১৭ডিসেম্বর২৪মঙ্গলবার০৪টা১৩পিএম৩০০২কবিকুঞ্জ