দেয়না সারা ধর্মের ডাকে
রঙতামাশায় মত্ত থাকে,
কে তাহারে সুখে রাখে-
কে তাহারে শান্তিতে রাখে।।

অট্টালিকা হয় আরাধনা,
ভুলে যায় প্রেম প্রার্থনা।।
মায়ামোহই তার সাধনা
চুপটি মেরে মুখিয়ে থাকে।

ধনসম্পদ হয় উপাসনা,
ভুলে যায় পূজা অর্চনা।।
লোভলালসাই তার বাসনা
ঘাপটি মেরে লুকিয়ে থাকে।

৩০আগস্ট২৪শুক্রবার
০৪টা৩৩পিএম২৮৭৬
কবিকুঞ্জ