বিপদকালে করেছে সেলাম
প্রাণান্ত পরিহাস,
নিদানকালে করেছে পেন্নাম
ইর্ষণীয় ইতিহাস।

আশ্রয়দাতার শুধু শুধু দুর্নাম
দলিত দীর্ঘশ্বাস,
গুরুকে এখন ভাবে গোলাম
কিংবা ক্রীতদাস।

০১সেপ্টেম্বর২৪রবিবার৮টা২০পিএম
২৮৭৯কবিকুঞ্জ