পরের দয়ায় বড়লোক
করে পরিহাস,
ইতরমার্কা ভদ্দরলোক
গড়ে ইতিহাস।

উল্লুক ও অসভ্যলোক
করে উপহাস,
কোনঠাসায় সৎলোক
সত্যে উপবাস।

২২মার্চ২৫শনিবার০২টা১৫পিএম৩০৭৪কবি কুঞ্জ,পারুলিয়া।