ক্ষমতার জোরে হলেই নেতা
গণতন্ত্র বলে কাউয়া কুত্তা,
জেদের জেরে যায়না জেতা
জনগণও ছুড়ে মারে জুতা!

তাইতো বলি ক্ষমতাতেই নয়
মায়ামমতায় নেতা হতে হয়,
মানুষের সেবায় হোকনা ক্ষয়
মানবিকতার হোক শুধু জয়!

কবিকুঞ্জ০৭আগস্ট২৪বুধবার৪টা৩৬পিএম