চাইনা চাইনা চাইনা আমি
কারো করুনা চাইনা,
আল্লাহ আমার অন্তর্যামী
কারো গুণগান গাইনা।।

আল্লাহ আমার নামাজ রোযা,
আমি যে তাঁর পাগল প্রজা।।
কোরানের পথে চলি সোজা
কারো দয়ায় খাইনা।

মুহাম্মদ আমার রাজার রাজা,
আমি তাঁর প্রেমের খাজা।।
হাদিসের কথা বলি সোজা
কারো মায়ায় যাইনা।

২৬ফেব্রুয়ারি২৫বুধবার১১ঃ২৯এএম৩০৬৩কবিকুঞ্জ