হেরেই গেছি করুণ কাকুতিতে
করতে পারিনি বারণ,
মন গলেছে অদম্য আকুতিতে
করেছি দাসত্ব ধারণ।
গাড়ি বাড়ির টোপটাকে গিলে
হতে পারিনি সচেতন,
সম্মানির যত প্রতিশ্রুতি বিলে
বঞ্চনায় রইল বেতন।
জননেতা সাজলি চটকদারিতে
নেতাকে বানালি চাকর,
বিশ্বাস কেঁদে মরে ভাঙ্গাবাড়িতে
বিছিয়ে কষ্টের কাঁকর।
দশ দশটা বছর গেল বিফলে
অসহায় জীবন যাপন,
স্বপ্নগুলো ডুবালেও রসাতলে
হতে পারিসনি আপন।
ঘুমাতে পারিনি কভু বৃষ্টিপাতে
দোচালায় হতো বর্ষণ,
চমকে উঠতাম বড্ড বজ্রপাতে
বিদ্যুৎ করতো ঘর্ষণ।
স্বপ্নের বাড়িতে থাকবো শান্তিতে
করেছি স্বপ্নটুকু চয়ন,
সাড়া দিসনি তুই কঠিন ক্রান্তিতে
ঝরেছে সদা দুনয়ন!
ভাঙ্গা ঘরে আছি খুব চাঙ্গা হয়ে
নির্বিঘ্নেই করি শয়ন,
তোর মতো নেইকো আমি ভয়ে
করিনি তো পলায়ন।
অপরাধী তুই জনতার আদালতে
হয়েছে তোর পতন,
সম্মানের সাথে আছি এলাকাতে
হয়নিকো অধ:পতন।
তোর দোসর বলেই দুষি বানাতে
চেয়েছিল কিছু দুর্জন,
কর্মগুণেই আছি সহি সালামতে
এগিয়ে এসেছে সজ্জন।
বেঁচে আছি মহান আল্লার রহমতে
ছুঁয়েও গিয়েছে মরণ,
বাকি জীবন কাটুক তার ইবাদতে
সদা করি যেন স্মরণ।
কত যে সুখ আমার গাছতলাতে
হচ্ছে শান্তির প্রসাদ,
তোর শাস্তি পাপের পাঁচতলাতে
কংকালসার প্রাসাদ!
২৫মার্চ২৫মঙ্গলবার০৩টা৩০পিএম৩০৮৫কবিকুঞ্জ
[আত্মোপলব্ধি থেকে অমানুষটাকে নিবেদিত মিথ্যে প্রতিশ্রুতি ও প্রতারণাই যার বৈশিষ্ট]