হইয়া তোর কলঙ্কের ভাগি
হইলাম নিজেই মস্ত দাগি
তবুও তোর মন পাইলামনা রে সোনা
তবুও তোর মন পাইলাম না।।
তাড়াইয়া দিলি অনেক দূরে,
ফন্দি কইরা চিরতরে।।
ছুইটা আসি ঘুরেফিরে
হইয়া দিওয়ানা।
পাঠাইয়া দিলি অচিন পুরে,
বন্দি কইরা অন্তঃপুরে।।
ছুইটা আসি ঘুরেঘুরে
হইয়া মাস্তানা।
২৩মার্চ২৫রবিবার০৭টা৪৩পিএম৩০৭৯কবিকুঞ্জ