জুটবে কি কপালে সাড়ে তিনহাত মাটি,
আছে কি কোন তার শতভাগ গ্যারান্টি?
আগুনে পুড়ে হতে পারি ছাই,
দুনিয়াতে কোন অস্তিত্বই নাই।।
টাকা পয়সার কি ক্ষমতা ভাই?
যদি মানুষ না হও খাঁটি!
জুটবে কি কপালে সাড়ে তিনহাত মাটি,
আছে কি কোন তার শতভাগ গ্যারান্টি?
পানিতে পঁচে হাতে পারি কাই,
দুনিয়াতে কোন শ্রেষ্ঠত্বই নাই।।
ধন সম্পদের কি মমতা ভাই?
যদি হারামের পাও চাটি!
জুটবে কি কপালে সাড়ে তিনহাত মাটি,
আছে কি কোন তার শতভাগ গ্যারান্টি?
আসাপারি০৪ডিসেম্বর২৪বুধবার১২টা০২পিএম২৯৭৭কবিকুঞ্জ