মান অভিমান ভুলে এসো সবাই দলে দলে
বাঁচার কোন উপায় নাই,
এসো বোন এসো ভাই বৈষম্য দূর করতে
জাতীয়করণ চাই।।

ইস্ট ইন্ডিয়া কোম্পানি করেছে দেখ শাসন,
এটুআই এর নাম ধরে করেছে শুধু শোষণ।।
চৌদ্দটি বছর ধরে অমানবিক নির্যাতন
কেমনে বল বয়ে যাই।
এসো বোন এসো ভাই বৈষম্য দূর করতে
জাতীয়করণ চাই।।

পাকিস্তানি দোসর চালিয়েছে দেখ দু:শাসন,
ডিজিটালের নাম করে দিয়েছে শুধু ভাষণ।।
চৌদ্দটি বছর ধরে অমানুষিক নিষ্পেষণ
কেমনে বল সয়ে যাই।
এসো বোন এসো ভাই বৈষম্য দূর করতে
জাতীয়করণ চাই।।

২১আগস্ট২৪বুধবার
০৩টা২৮এএম২৮৬৭
কবিকুঞ্জ