কে দিলো কুৎসিত অধিকার,
অবলিলায় মানুষকে হত্যার?
ভাত খাইয়ে নিয়েছিস জীবন,
কাঁদছে অন্তর কাঁপছে ভূবন।
কাঁপছে আল্লাহর ওই আরশ,
পাগল প্রাণে কে দেবে পরশ!
ঠিক ঠিক আছেই জন্মদোষ,
খেয়েছিস বাপের অন্ডকোষ!
নইলে এমনই পাশবিক কাজ,
করে কোন জানোয়ার আজ!
মেধাবী মানেই মানবিক নয়,
যদি থাকে নৈতিক অবক্ষয়!
আসাপারি১৯সেপ্টেম্বর২৪বৃহস্পতিবার০৫টা৩৮পিএম২৮৯৮চৌধুরীবাড়ি