ভাবছো যাহা মনে মনে,
আল্লাহপাকই সবই জানে...
যাইবা তুমি কোনখানে রে পাগলা
যাইবা তুমি কোনখানে।।
যাও যদি আকাশ ফুঁড়ে,
পাখি হয়ে উড়ে উড়ে।।
সাঁইরাব্বানা রয়না দূরে
রয়না অন্যখানে।
যাও যদি পাতাল পুরে,
প্রাণী হয়ে খুঁড়ে খুঁড়ে।।
আপনজনা রয়না দূরে
রয়না অন্যখানে।
২৩ফেব্রুয়ারি২৫রবিবার১১ঃ৫৩এএম৩০৬০কবিকুঞ্জ,পারুলিয়া।