দুইখান বিয়া কইরা আমার
হইলো রে ভাই জাহান্নাম,
একটা পিটায় ঝাড়ু দিয়া
একটা তোলে পাছার চাম।।

একটাই ছিলো আনন্দে ছিলাম
ছিলাম আমি চোখে,
আর একটা ক্যান যে করলাম
করলাম কোন শখে।।
মানসম্মান সব হারাইলাম
নাইরে কোন দাম!

একটাই ছিলো শান্তিতে ছিলাম
ছিলাম আমি সুখে,
আর একটা ক্যান যে করলাম
করলাম কোন দুখে।।
কুল মান সব খোয়াইলাম
নাই রে কোন কাম!

আসাপারি২৯ডিসেম্বর২৪রবিবার০৪টা১৩পিএম৩০২৩চৌধুরী কুটির,রংপুর।