তোমার হুকুমেই সব হয় মাওলা
তোমার হুকুমেই সব হয়,
জন্ম মৃত্যু বিয়ে কোনকিছুই বাদ নয়।।

তোমার হুকুমেই হয় জন্ম,
প্রজন্মের পর চলে প্রজন্ম।।
মৃত্যু দিয়ে ঠেকাও আজন্ম
কিছুই অবিনশ্বর নয়!

তোমার হুকুমেই হয় বিবাহ,
পরম প্রেমের চলে প্রবাহ।।
স্বামী স্ত্রীর আবেগ আবহ
কিছুই অবান্তর নয়!

আসাপারি১৮ডিসেম্বর২৪বুধবার০৭টা৩৮এএম৩০০৭কবিকুঞ্জ