কিছু কুক্কুট
কিছু কাউয়া,
কিছু ঘোটক
কিছু ঘাউয়া।
কিছু ফাউল
কিছু ফাউয়া,
কিছু নেউল
কিছু নাউয়া।
কিছু হাঙ্গর
কিছু হাইব্রিড,
কিছু কুকুর
কিছু কীট
কিছু চোর
কিছু চিটার,
কিছু বান্দর
কিছু বাটপার।
করছে যতই
সর্বনাশ,
ফেলছি ততই
দীর্ঘশ্বাস!
হচ্ছি সদাই
নিরুপায়,
মারতে গদাই
নাহি পায়।
করছি যখন
হায় হায়,
হচ্ছি তখন
অসহায়।
দুর্দিনে বড়
দু:সময়,
জীবন জড়
যন্ত্রণাময়।
সব মিলিয়ে
সুবিধাবাদী,
প্রাণ বিলিয়ে
হুদাই কান্দি।
০৭আগস্ট২৪বুধবার০৭টা৫৭পিএম