অর্থ নাই সম্পদ নাই
নাই কিছু নাই,
গাড়ি নাই বাড়ি নাই
বিলাসিতা নাই।

হারামকে কভু তাই
হক ভাবি নাই,
হতদরিদ্র সদা তাই
থাকতেই চাই!

১৫আগস্ট২৪বৃহস্পতিবার
০৩টা০৪এএম২৮৬৫
কবিকুঞ্জ