কার ঘারে চাপে কার দোষ
কার পরাণ যায় যায়,
কে নিয়ে করে আফসোস
জারজ সন্তানের দায়!

বেঁচে যায় লুচ্চা আর লম্পট
পার সদা পেয়ে যায়,
খুঁটি ও ক্ষমতায় দেয় চম্পট
বোকা করে হায় হায়!

কবিকুঞ্জ
০৯সেপ্টেম্বর২৪সোমবার
০৮টা০৭পিএম২৮৮৫