যে রাজনীতি বাঘকে বানায় বিলাই,
সে নোংরা রাজনীতির গুষ্টিকিলাই।।
হিংসা বিদ্বেষে চলে রাজনীতি,
বজায় থাকেনা সৌহার্দ্য সম্প্রীতি।।
হত্যাযজ্ঞের এমন দুধর্ষ নীতি
কেমনে অংক মিলাই!
সে নোংরা রাজনীতির গুষ্টিকিলাই।।
লোভ লালসায় চলে রাজনীতি,
বজায় থাকেনা দেশপ্রেম সুনীতি
ধ্বংসযজ্ঞের এমন দু:সহ নীতি
কেমনে হিসাব মিলাই!
সে নোংরা রাজনীতির গুষ্টিকিলাই।।
২০আগস্ট২৪মঙ্গলবার
০৬টা১৮পিএম২৮...
কবিকুঞ্জ