তোমরা যারা কর আমায় মনে-প্রাণে ঘৃণা,
তাদের তরে বাজাই আমি ভালোবাসার বীণা।।
যতই দাও তোমরা আমায়
কপাল জুড়ে ঢিল,
তোমাদের জন্য গড়ি আমি
ভালোবাসার মঞ্জিল।।
তোমরাই আমার প্রাণ আমার দীপ্ত পদচারণা!
যতই দাও তোমরা আমায়
অপমানের এ্যালকোহল,
তোমাদের জন্য গড়ি আমি
প্রেমের তাজমহল।
তোমরাই আমার প্রাণ আমার ধ্যান ধারনা!
আসাপারি২৩নভেম্বর২৪শনিবার০৩টা০৭পিএম২৯৭৩কবিকুঞ্জ