কেউ বলে জায়েজ কেউবা নাজায়েজ,
কেউবা যুক্তিতর্কে মেটায় মনের খায়েস।
কেউ করে বাধার সৃষ্টি কেউ বা চ্যালেঞ্জ,
কেউ আবার দুয়ের মাঝে রাখে ব্যালেন্স।
কেউ করে ফতোয়া জারি দেখায় দলিল,
কেউ করে বাড়াবাড়ি অন্তরে দিয়ে খিল।
কেউ পালন করার পক্ষে কেউবা বিপক্ষে,
কেউ ঝরায় নয়নাশ্রু গড়ায় তাহার বক্ষে।
বুঝিনা এই টানাটানি বুঝিনা এ কুমন্ত্রণা,
বুকটা থেকে নামবে কবে এ মরণ যন্ত্রনা।
যার জন্ম না হইলে দুনিয়াটাই হইতোনা,
তাঁকে নিয়ে হুদাহুদি কেন এত ফেতনা?