সদা নামাজ আদায় করে
পাই কিযে শান্তি,
দুশ্চিন্তা সব যায় যে সরে
মুছে যায় ক্লান্তি!

দেহ ও মনে নেমেই আসে
প্রেমময় প্রশান্তি,
আল্লাহপাককে ভালবেসে
দূর হয় অশান্তি!

২৮ফেব্রুয়ারি২৫
শুক্রবার০২টা৪৫পিএম
৩০৬৪কবিকুঞ্জ,পারুলিয়া