চাল আছে ডাল নেই
নেই তরিতরকারি,
পকেটেও টাকা সেই
নেই যা দরকারি।
কেনা যায়না কিছুতেই
মাছ আর মাংস,
যোগ বিয়োগ করতেই
মিলছে ভগ্নাংশ।
দুধ ও ডিম কিনতেই
মুখটা ফ্যাকাসে,
নানারকম সবজিতেই
চোখতো আকাশে।
মুলা বেগুন আলুতেই
বিস্বাদ যত ভাইরে,
স্বাদটুকু যে তালুতেই
সাধ্যতার বাইরে।
পেয়াজের ঝাঁঝ মুখেই
একোন সাজা রে,
হারিয়েছি কথার খেই
শাকের বাজারে!
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি
হচ্ছেনা নিয়ন্ত্রণ,
আমজনতার দুর্গতি
দুর্দশার নিমন্ত্রণ।
দেশাত্ববোধ গড়তেই
করি ইন্ডিকেট,
মূলোৎপাটন করতেই
অসাধু সিন্ডিকেট।
কবিকুঞ্জ১৩অক্টোবর২৪রবিবার০৭টা৫৯পিএম