যার আছে চরিত্রদোষ
সেই করে ফোঁসফোঁস,
যার আছে আলস্যদোষ
সেই করে আফসোস।

যাহার আছে পানদোষ
সেই করায় ওঠবস,
যাহার আছে কর্মদোষ
সেই দেয় ভাগ্যদোষ।

৩১আগস্ট২৪শনিবার
১১টা১৪পিএম২৮৭৭
কবিকুঞ্জ