ভাবছে কিছু ইতর
ভাসছে সুখে আহা,
হচ্ছে ঈদুল ফিতর
এল ঈদুল আযহা!

কলুষিত রাজনীতি
নেই কোন মানবতা,
দংশিত হচ্ছে জাতি
অসৎ আদিখ্যেতা।

ব্যক্তিগত আক্রোশ
নোংরা মানসিকতা,
অযাচিত জনরোষ
মরণাপণ্ণ মানবতা।

দলগুলোই যেন ধর্ম
নেতাগণ আউলিয়া,
রাজনীতিই হল বর্ম
করলেও দেউলিয়া!

ধর্ম আর দলীয় নীতি
করনা তাই একাকার,
অক্ষুণ্ণ থাক সম্প্রীতি
ঘুচুক ঘোর অন্ধকার।

১১আগস্ট২৪রবিবার১২টা৫৩পিএম২৮৫৯কবিকুঞ্জ