কেউবা যায় বীরদর্পে
বেশ্যাপাড়া,
কেউ গেয়ে পূজামণ্ডপে
পাগলপারা!

কেউবা শুধু সগৌরবে  
ছন্নছাড়া,
কেউ শান্তির সৌরভে
দিশাহারা।

প্রচার চালাতে সদর্পে
আত্মহারা,
বেজি ও বিষধর সর্পে
তন্দ্রাহারা।

ফিরে আসুক সৎপথে
পতিতরা,
দুর্গোৎসবে মনোরথে
ভিন্নধারা।

সম্পর্ক হোক জোরদার
অসাম্প্রদায়িক,
ধর্ম যার উৎসবও তার
ধর্মটা মৌলিক।

আসাপারি১১অক্টোবর২৪শুক্রবার০৬টা৪২পিএম২৯১৩কবিকুঞ্জ