রাঘববোয়াল মরছেনাতো
মরছে চুনোপুটি,
তাইনা দেখে ছাগল মশাই
খান যে লুটোপুটি।

কান্ড দেখে আমজনতা
হচ্ছে গুটিসুটি,
তাইনা দেখে পাগল মশাই
হাসেন কুটিকুটি।

২৮/০৫/২০১৮ইং
০৫/৪০/পিএম