ছাড়েনারে ছাড়েনা কিছুতেই ছাড়েনা,
পাপ তার বাপকে ছাড়তেই পারেনা।।
পাপ করি যতই সংগোপনে,
সবই জানে সাঁই নিরঞ্জনে।
থাকি যতই অন্য ধ্যানে-
ধ্যানে ধন্য হইতে পারিনা।
মাফ চাই যতই সংশোধনে,
সবই জানে সাঁই মনমোহনে।।
থাকি যতই অন্যজ্ঞানে-
জ্ঞানে গন্য হইতে পারিনা।
স্থানঃ গিরিজা শংকর মডেল স্কুল