হাজার বারণ করা সত্বেও
তুমি যখন অবারিত,
ভেবেছি ক্ষণিকের মর্ত্যেও
মৃত্যুটাই অবধারিত!

কোথায় সেই মধুময় রাত
হয়নি আর উচ্চারিত,
বুকফাটা কঠিন আর্তনাদ
আজও অনুচ্চারিত!

আসাপারি০৮ডিসেম্বর২৪রবিবার০৭টা৪০পিএম২৯৮৩কবিকুঞ্জ