বাবা তোমার কথা শুধু
মনে পড়ে বারবার,
বুকটা জুড়ে উঠছে ফুঁড়ে
ভীষণ হাহাকার।।
বাবা তুমি-
সেই যে গেলে আর এলে না
তোমার মতো কেউ বলেনা
"গভীররাতে বাইরে থাকিস,
চোখ কান খোলা রাখিস
তোর জন্য চোখের পাতায়
ঘুম নাই যে আমার।"
বাবা তুমি-
চলেই গেলে আর ফিরলেনা
তোমার মতো কেউ বলেনা
"দৌড়ের উপড় শুধু থাকিস,
নিজের প্রতি খেয়াল রাখিস
তোর জন্য বুকের গভীরে
টান পড়ে আমার।"