দেখা হয়েছিল বন্দরে  
প্রিয় বন্ধুদেরই সাথে,
স্মৃতির সাগর সাঁতরে  
সবাই যে গল্পে মাতে।

কেউ বা যায় হারিয়ে
স্কুল কলেজের ক্লাসে,
কেউ বা যায় দাড়িয়ে
আসামির এজলাসে।

হৃদয় কার মন কেমন
চলে বেশ বিশ্লেষণ,
কে দোস্ত কে দুশমন
চলে তার অন্বেষণ।

কার বা কেমন পেশা
কে কেমন আছে?
কে করে কোন নেশা
কেমনেই বা বাঁচে।

হয় সব গল্প ও কথা
চা খেতে খেতে,
বুক জুড়ে চাপা ব্যাথা
মন চায়না যেতে!

২০আগস্ট২৩রবিবার
১০টা৪১পিএম
কবিকুঞ্জ
২৫৯৮