সৎ মানুষদেরই পুরস্কার
তুচ্ছ তাচ্ছিল্য তিরস্কার,
অসৎ মানুষদের অস্কার
নম নম সালাম নমস্কার!

প্রাণপণে করি পরিস্কার
শয়তানগুলোর সংস্কার,
বিক্ষোভে করি বহিষ্কার
অসভ্যতারই আবিষ্কার।