কেউ নয় গুরু কেউ নয় লঘু
সবাই দেশের নাগরিক,
বলবোনা কাউকে সংখ্যালঘু
হবো সদাই আন্তরিক।

অক্ষুণ্ণ থাক সৌহার্দ্য সম্প্রীতি
আচরণ হোক অমায়িক,
বজায় রাখি ভালোবাসা প্রীতি
হই সবে অসাম্প্রদায়িক।

১২আগস্ট২৪সোমবার০১টা৩০পিএম২৮৬১কবিকুঞ্জ